আপডেট : ০৭ December ২০১৮
হীরা খচিত বিমানের কথা শুনেছেন কখনো? সংযুক্ত আরব আমিরশাহীর বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসের অফিসিয়াল টুইটার করা একটি পোস্ট উস্কে দিল সেই জল্পনা। তাদের পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে টারম্যাকে দাড়িয়ে আছে একটি বিমান। যার উপরিভাগ হীরা ও অন্যান্য রত্ন দিয়ে সজ্জিত। সেই ছবিই এখন নেট দুনিয়ায় ভাইরাল। এমিরেটস এয়ারলাইনসের রত্নখচিত বোয়িং ৭৭৭ বিমানটিকে ‘ব্লিং ৭৭৭’ বলে উল্লেখ করেছে। সাধারণ মানুষ যারা প্রথমবার এই বিমানের ছবিটি দেখেছেন তারা সবাই কমেন্টে বিস্ময় প্রকাশ করেছেন। বিমানটি সত্যি সত্যিই হীরা শোভিত নয়। এটি আসলে সম্পাদিত একটি ছবি। সারা শাকিল নামের একজন শিল্পী এটি করে পোস্ট করেছিলেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। প্রায় ৫৫ হাজার মানুষ লাইক করেছে এটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১