আপডেট : ০৬ December ২০১৮
২০-দলীয় জোট সমর্থিত রংপুর-৫ আসনের ধানের শীষ প্রার্থী জামায়াত নেতা মো. গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২৪ ঘণ্টার মধ্যে এ নির্দেশ প্রতিপালন করতে বলা হয়েছে রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে। এদিকে গতকাল বুধবার বেলা ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবিব ওই মনোনয়নপত্র গ্রহণ করেন বলে জানা গেছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রংপুরের রিটার্নিং কর্মকর্তার করা আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে গোলাম রব্বানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ৩ ডিসেম্বর গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ না করার বৈধতা চ্যালেঞ্জ রিটের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ রিটার্নিং কর্মকর্তাকে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রিটার্নিং কর্মকর্তা আবেদন করলে গত মঙ্গলবার চেম্বার জজ আদালত কোনো আদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় শুনানি শেষে মনোনয়নপত্র গ্রহণ করে যাছাইয়ের নির্দেশ দিলেন আপিল বিভাগ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১