আপডেট : ০৬ December ২০১৮
গ্রামের ছেলে সুমন। নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার উচ্চাশা নিয়ে শহরে এসেছে। সঙ্গে তার মাও এসেছেন গ্রামের পাট চুকিয়ে। কিন্তু গ্রাম থেকে হঠাৎ শহরে আসা ছেলেটা সহজেই মানিয়ে নিতে পারে না শহুরে মানুষদের। সে সময় সুমনের পক্ষ নিয়ে পাশে দাঁড়ায় রাবা। ঢাকায় জন্ম নেওয়া আর বেড়ে ওঠা রাবা। সুমনের ‘সেইফ হ্যাভেন’ হয়ে উঠতে সময় নেয় না। ত্রাতা, প্রিয়মুখ, বন্ধু এসব পরিচয় ছাপিয়ে রাবাকে ক্রমশ প্রেমিকা ভেবে নিতে থাকে সুমন। রাবা যেমন ফ্রেন্ডলি ছিল আর সবার সঙ্গে, সুমনের সঙ্গে তার ছিল সেরকম আচরণ। কিন্তু মেয়েদের সঙ্গে খুব কম মেশা সুমন এই বন্ধুত্বকে আরো বেশি কিছু ভেবে নিয়েছে। আর বিপত্তিটা বাঁধে তখনই। ক্যাম্পাসের বন্ধুরা সুমনের এই আচরণ নিয়ে যখন খোঁচাতে শুরু করে রাবাকে। তখন রাবা স্পষ্টতই বিরক্ত হয় আর মেলামেশা কমিয়ে দেয় সুমনের সঙ্গে। এরপর সুমন অনেকটাই দেবদাস সুলভ আচরণ শুরু করে। পুরো ক্যাম্পাসে সে হয়ে ওঠে ‘আবেগ কুমার’। এরপর একটি ঘটনায় রাবার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। মানুষকে সে অন্যভাবে দেখতে শেখে। কিন্তু সুমনকে আর পায় না। কিন্তু কেন? কি হয়েছিল? সেটাই দেখা যাবে একক নাটক ‘আবেগ কুমার’-এ। শাহজাহান সৌরভের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, ফারহাদ বাবু, জোসনা আরা প্রমুখ। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১