আপডেট : ০৫ December ২০১৮
কুমিল্লার চান্দিনায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ কুলছুম বেগম (৪৫) নামে এক নারী মাদকপাচারকারীকে আটক করেছে পুলিশ। ৫ ডিসেম্বর বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কুলছুম বেগম কুমিল্লা সদর উপজেলার গোবিনপুর এলাকার মৃত আলী আক্কাসের স্ত্রী। সে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছিল। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ইয়াবা নিয়ে গাড়ি বদল করে ঢাকার দিকে যাচ্ছিল ওই নারী। চান্দিনা বাস স্টেশনে এসেও গাড়ি বদল করার চেষ্টা করে সে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। চান্দিনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আসাদুজ্জামান ও এএসআই শাহিন অভিযানে অংশ নেন। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১