আপডেট : ০৫ December ২০১৮
দিনাজপুরের পার্বতীপুরে হুগলীপাড়া ফুলকুড়ি স্পটিং ক্লাবের আয়োজনে ও ইয়ংস্টার ক্লাবের সহযোগিতায় নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০ টায় ফুলকুড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় সৈয়দপুর ব্লাক সাউড ১ রানে নুরনগর ক্রিকেট একাডেমি কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নুরনগর ক্রিকেট একাডেমি নির্ধারিত ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫০ রান করে। দলের পক্ষে রাসেল ১২ রান করেন। এর জবাবে ব্যাট করতে নেমে সৈয়দপুর ব্লাক সাউড নির্ধারিত ৫ অভারে ৩ উইকেট হারিয়ে ৫১ রান করে। দলে পক্ষে রবি ১৯ রান করেন। খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. আমজাদ হোসেন, ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন ও ফুলকুড়ি স্পটিং ক্লাবের আহবায়ক আশরাফুল আলম। খেলায় জেলার ১৬ টি দল অংশ নিচ্ছে জানান আয়োজকরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১