বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০১৮

খাশোগি ইস্যুতে সিনেটরদের ব্যাখ্যা দেবেন সিআইএ প্রধান

লোগো সিআইএ ছবি : ইন্টারনেট


সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এই অনুষ্ঠানে পূর্ণাঙ্গ সিনেটরদের পাশাপাশি উপস্থিত থাকবেন পররাষ্ট্র ও সামরিকবিষয়ক কমিটির সদস্যরাও। তাদেরকে ঘটনার ব্যাখ্যা দেবেন সংস্থাটির পরিচালক জিনা হাসপেল। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গতকাল মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা। খবর বিবিসি, আলজাজিরা ও আনাদোলু এজেন্সি।

তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগি হত্যা নিয়ে গত সপ্তাহে সিনেটের ব্রিফিংয়ে সিআইএ প্রধান অনুপস্থিত ছিলেন। এ নিয়ে অনেক আইনপ্রণেতা ক্ষোভ প্রকাশ করেন। ওইদিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস দাবি করেন, খাশোগি খুনের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার বিষয়ে অকাট্য কোনো প্রমাণ নেই। সৌদি যুবরাজ হত্যাকাণ্ডের সম্ভাব্য নির্দেশদাতা বলে দাবি করে এর আগে সিআইএ’র বরাতে খবর প্রকাশ হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেন, যুবরাজকে নিয়ে সিআইএ’র অনুসন্ধানটি চূড়ান্ত কিছু নয়। হতেও পারে যুবরাজ এই বর্বরোচিত হত্যাকাণ্ড সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন, আবার এমনো হতে পারে তিনি কিছুই জানতেন না- বলেন ট্রাম্প।  গত ২ অক্টোবর তুর্কি বাগদত্তাকে বিয়ের জন্য জরুরি কাগজপত্র সংগ্রহ করতে তুরস্কের সৌদি কনস্যুলেটে ঢুকে হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি। এদিকে আলজেরিয়া সফররত সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা।

গত সোমবার প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যগত কারণে যুবরাজকে স্বাগত জানাতে পারছেন বুতেফ্লিকা। তিনি ভাইরাস জ্বরে আক্রান্ত। মৌরিতানিয়া সফর শেষে গত রোববার আলজেরিয়ায় পৌঁছান যুবরাজ। তাকে স্বাগত জানানোর কারণে দেশটির প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনার মুখে পড়েন। বিরোধী দলের নেতা আবদেল রাজ্জাক মাক্রি বলেন, আলজেরিয়ার সুনাম, মূল্যবোধ ও বাস্তবসম্মত স্বার্থ বিবেচনা না করেই এই সফরের ব্যবস্থা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১