বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০১৮

দুই বছর বয়সেই স্কুল!

শাকিব-অপুর পুত্র আব্রাম খান সংরক্ষিত ছবি


মাত্র দুই বছর বয়স শাকিব-অপুর পুত্র আব্রাম খান জয়ের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। আর এই বয়সেই তাকে ভর্তি করানো হয়েছে স্কুলে। বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে প্লে গ্রুপে ভর্তি করানো হয়েছে তাকে। দুই বছর কি স্কুলে ভর্তি হওয়ার জন্য যথেষ্ঠ বয়স?

চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন, ঠিক পড়ালেখাটাই উদ্দেশ্য নয়। শিশুদের মনকে প্রফুল্ল রাখা, তাকে প্রশান্তিতে রাখা, নানা বিষয়ে কৌতূহলী করে তোলা, উৎসব-উৎসাহে রাখাই মূল উদ্দেশ্য। জয় খুব মজা পাচ্ছে স্কুলে যেতে। সে স্কুলে গিয়ে অনেক আনন্দে সময় কাটায়। নানা প্রশ্ন করে। এটাই ভালো লাগে।

জানা গেছে, জয় বেশ উপভোগ করছে স্কুলে যাওয়া। রোজ রোজ উৎসাহ নিয়ে স্কুলে যাচ্ছে। অনেক বন্ধুও পেয়ে গেছে সেখানে।

‘স্কুলে বেশ জনপ্রিয় হয়ে উঠছে জয়। ওর বন্ধু হয়েছে, খেলার সঙ্গী হয়েছে অনেক। সবার কাছে আমাদের ছেলের জন্য দোয়া চাই’- বললেন অপু।

প্রতিদিন দুপুর ১২টা থেকে শুরু হয় স্কুল। বেলা ৩টা পর্যন্ত চলে। এই সময়টাতে পুত্রের সঙ্গে থাকেন মা অপু বিশ্বাস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১