বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০১৮

রাবিতে বিভাগ একীভূতকরণ

এপিইই’র অনশন ও ইইই’র অবস্থান স্থগিত

অসুস্থ ২০ জন

এপিইই’র অনশন ও ইইই’র অবস্থান স্থগিত সংগৃহীত ছবি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই বিভাগ একীভূতকরণের দাবিতে আমরণ অনশনে নামা ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগের শিক্ষার্থীরা অনশন স্থগিত করে হলে ফিরেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিভাগের শিক্ষকদের আশ্বাসে এই অনশন থেকে সরে আসেন তারা। এছাড়া দুই বিভাগ একীভূতকরণের বিপক্ষে গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রক্ত ঢেলে অবস্থান কর্মসূচি করে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)  বিভাগের শিক্ষার্থীরা। এরই মধ্যে দুই বিভাগের মোট ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পরে বিকাল সাড়ে ৩টায় তাদেরও অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়।

দুটি বিভাগ একীভূতকরণের দাবিতে গত সোমবার ১১টা থেকে আমরণ অনশনে নেমে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এপিইই বিভাগের শিক্ষার্থীরা। ফলে রাতেও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত টানা প্রায় ২৭ ঘণ্টা অনশন শেষে বিভাগের শিক্ষকদের আশ্বাসে অনশন থেকে সরে এসেছেন তারা। অনশনে অংশ নেওয়া এপিইই শিক্ষার্থীদের ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন প্রথম বর্ষের ইশরাত, তমা বিশ্বাস, আশিক, আসওয়াদ, শহিদুল ইসলাম শুভ, দ্বিতীয় বর্ষের চৈতি ঘোষ, প্রিয়াংকা, মিহা নৌমিন, হূদয় মাহমুদ, তৃতীয় বর্ষের রফিকুল ইসলাম, অনিকা তাবাসসুম পুষ্প, সাবিরা খাতুন, কিশোর মাহমুদ, চতুর্থ বর্ষের মধুসূদন গুপ্ত, মমিনুন, মবিন, রাজ্জাক কিশোর প্রমুখ।

অপরদিকে এপিইই শিক্ষার্থীদের বিপরীত পাশে বিভাগ একীভূতকরণের বিপক্ষে ক্লাস-পরীক্ষা বর্জন করে মঙ্গলবার দুপুর থেকে রক্ত ঢেলে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। তবে রক্ত দিতে গিয়ে তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল ও আবু বকর সিদ্দিক এবং দ্বিতীয় বর্ষের দিপ্ত।

পরে বিকাল সাড়ে ৩টায় প্রথম ও চতুর্থ বিজ্ঞান বিভাগের মাঝামাঝি স্থানে সংবাদ সম্মেলন করেন ইইই বিভাগের শিক্ষার্থীরা। সেখানে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে দুই বিভাগ একীভূতকরণের বিপক্ষে স্বকীয়তা ও স্বতন্ত্রতা বজায় রাখার আহ্বান জানান। সেই সাথে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এপিইই বিভাগের চেয়ারম্যান ড. মো. আরিফুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষার্থীদের অনুরোধ করেছি অনশন থেকে সরে আসতে। তারা আমাদের অনুরোধ রেখেছে। আগামীকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মিটিংয়ে দুই বিভাগ একীভূতকরণে যুক্তি উপস্থাপন করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘দুই বিভাগ একীভূতকরণের ব্যাপারে আগামীকাল একাডেমিক মিটিংয়ে সিদ্ধান্ত হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১