আপডেট : ০৫ December ২০১৮
ঢাকার সাভারের আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় ধর্ষণকারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর রাতে আশুলিয়ার জামগড়া সোনামিয়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রানা সরকার (২৫), রুবেল (২৭), রবিউল (২৬), সাগর (২৪), আজাদ (২৬) ও জিন্না (২৫)। পুলিশ ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠিয়েছে। পুলিশ জানায়, ঘটনার শিকার পোশাক শ্রমিক ও তার স্বামী গত রোববার রাতে জামগড়া সোনা মিয়া মার্কেটের নাসির মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে বাসায় ফেরার পথে ছয় বখাটে তাদের আটক করে নাসিরের বাড়ির একটি কক্ষে নিয়ে যায়। পরে তাদের মারধর করে স্বামীকে আটকে রেখে পোশাক শ্রমিককে অপর একটি কক্ষে নিয়ে রানা সরকার ধর্ষণ করে। পরে তাদের পরিবারের কাছে বিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ধর্ষণের শিকার নারীর শ্বশুর মিনহাজ উদ্দিন বিষয়টি থানায় জানালে মুক্তিপণ নিতে আসা রুবেল ও রবিউলকে আটক করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাকি চারজনকে আটক ও ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রজত ও সোহাগ নামের আরো দুজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১