আপডেট : ০৪ December ২০১৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে শিক্ষকদের জন্য টাটা কোম্পানি নির্মিত মার্কোপোলো মডেলের শীতাতাপ নিয়ন্ত্রীত নতুন গাড়ি সংযোজন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান নতুন গাড়ি উদ্বোধন করেন এবং গাড়ির চাবি পরিবহণ প্রশাসক আবদুল্লাহ্-আল্-মাসুদ এর নিকট হস্তান্তর করেন। এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান, বাসটির ক্রয় কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকারিয়া মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১