বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০১৮

সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন সংগৃহীত ছবি


কলকাতায় যৌথভাবে আয়োজন করা হচ্ছে ‘বাংলা উৎসব’। এই উৎসবের লক্ষ্য বাংলা গানের প্রাচুর্য, ঐশ্বর্য, বন্দনা, বৈচিত্র্য তুলে ধরা। আগামী ৪ জানুয়ারি থেকে কলকাতার নজরুল মঞ্চে তিন দিনের এ উৎসব অনুষ্ঠিত হবে। আর এতে বিশেষ সম্মান জানানো হবে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে। উৎসবের আয়োজক বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার বন্ধন ব্যাংক। 

বাংলা সংগীতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পাচ্ছেন এই বরেণ্য কণ্ঠশিল্পী। বিষয়টি নিশ্চিত করেছে বেঙ্গল ফাউন্ডেশন। এছাড়াও একইভাবে সম্মানিত হবেন ভারতের সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। দুই বাংলার গানের শিল্পীদের অংশগ্রহণে আগামী ৪, ৫ ও ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।

বেঙ্গল উন্ডেশন আরো জানায়, এর আগে ২০১৩ সালে এমন একটি আয়োজন হলেও সেখানে বাংলার বাইরেও অন্য ধরনের গান ছিল। তবে এবার থেকে শুধু বাংলা গান নিয়েই এ আয়োজন চলবে।

জানা যায়, উৎসবে দুই দেশের বিভিন্ন ঘরানার শিল্পীরা গান পরিবেশন করবেন। বাংলাদেশ থেকে অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বুলবুল ইসলাম, শ্যামা রহমান, চন্দনা মজুমদার, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। নাচ পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। ভারত থেকে এই তালিকায় থাকছেন শুভমিতা, নচিকেতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তীসহ অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১