বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০১৮

২৫ বছরে ওমর সানী-মৌসুমী জুটি

ওমর সানী ও মৌসুমী ছবি : বাংলাদেশের খবর


জুটি হিসেবে পথচলার ২৫ বছরে পা দিলেন ওমর সানী-মৌসুমী। চলচ্চিত্র ক্যারিয়ারে এ জুটির প্রথম ছবি ‘দোলা’ মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালের ২ ডিসেম্বর। দীর্ঘদিনের পথ চলায় এ জুটি যেমন পর্দায় সফলতা পেয়েছেন, ঠিক তেমনি দাম্পত্য জীবনেও সুখী তারকা দম্পতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রিয়দর্শিনী মৌসুমী ভালোবেসে চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেছিলেন ১৯৯৬ সালের ২ আগস্ট। ‘দোলা’ ছবিতে  অভিনয়ের পর ওমর সানী ও মৌসুমী জুটিবদ্ধ হয়ে ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ‘স্নেহের বাঁধন’, ‘সাহেব নামে গোলাম’সহ আরো বেশকিছু ছবিতে অভিনয় করেছেন।

জুটি প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে আমি এবং মৌসুমী বেশ ভালো আছি, সবার দোয়ায় শান্তিতে আছি। বড়পর্দায় আমার এবং মৌসুমীর পথচলার পঁচিশ বছর কীভাবে যে পেরিয়ে গেল তা টেরই পাইনি। সবই আল্লাহর ইচ্ছা। দর্শকের ভালোবাসায় আমরা এতটা পথ এত সুন্দরভাবে পাড়ি দিতে পেরেছি। এজন্য দর্শকের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। দর্শকের জন্য সবসময়ই আমাদের ভালোবাসা থাকবে।’

একই প্রসঙ্গে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, আল্লাহর অশেষ রহমতে আমরা সুখে-দুঃখে একসঙ্গে প্রায় দুই যুগ পার করেছি। আমাদের দুই সন্তান ফারদিন এবং ফাইজাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। আমাদের দীর্ঘদিনের এই পথচলায় যে যার অবস্থান থেকে আমাদের পাশে ছিলেন, আমরা সবার প্রতিই আন্তরিকভাবে কৃতজ্ঞ। একজন শিল্পী সবার আন্তরিক চেষ্টাতেই একজন পূর্ণাঙ্গ শিল্পীতে পরিণত হন। ‘দোলা’ থেকে শুরু করে আজকের ‘মধুর ক্যান্টিন’ পর্যন্ত আমাদের পথচলাকে সমৃদ্ধ করতে যারাই আন্তরিকতা নিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি মনের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাংলা চলচ্চিত্রে ওমর সানীর সম্পৃক্ততা নূর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলেও দর্শকের সামনে ওমর সানীকে সবার আগে তুলে ধরেন পরিচালক দারাশিকো তার ‘চাঁদের আলো’ ছবির মাধ্যমে। এই ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি। এই ছবির ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’ গানটি এখনো দর্শক-শ্রোতার মুখে মুখে ফেরে। অন্যদিকে ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হয়ে বড়পর্দায় মৌসুমীর যাত্রা শুরু হয়। বড়পর্দায় মৌসুমী ২৫ বছর পূর্ণ করেছেন চলতি বছরের মার্চ মাসে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১