বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০১৮

টেকনাফে ইয়াবাসহ বিজিবির সদস্য আটক

বিজিবি সদস্য মোহাম্মদ এনামুল হক ছবি : বাংলাদেশের খবর


কক্সবাজারে টেকনাফে ছুটি নিয়ে বাড়িতে যাবার সময় ২ হাজার পিস ইয়াবা বড়িসহ এক বিজিবির সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার (২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে হ্নীলা ইউনিয়নের বাসষ্টেশন এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন সার্ভিস একটি গাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক বিজিবির সদস্যর নাম মোহাম্মদ এনামুল হক (৩৫)। তার বাড়ি ঢাকা সেনানিবাসের ৩২৫ দক্ষিন কাফরোল এলাকায়।

তিনি টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের সিপাই হিসেবে দায়িত্ব ছিলেন। তার পরিচয় নাম্বার ৭৫৭২১।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ঢাকাগামী গাড়িতে করে এক যাত্রী ইয়াবা পাচার করছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যাক্তি আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার টিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, পরে আটক ব্যাক্তিকে যাচাই-বাচাই করে জানতে পারি তিনি একজন বিজিবির সদস্য। ছুটি নিয়ে বাড়ি যাবার পথে ইয়াবা নিয়ে যাচ্ছিল, এমন সময় তাকে আটক করা হয়। মাদক মামলা দিয়ে তাকে সোমবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১