আপডেট : ০১ December ২০১৮
ঢাকার অদূরে আশুলিয়ার বাইপাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সন্তানসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইলের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছ। দগ্ধ তিনজন হলেন আকরাম (৩৫), তাঁর স্ত্রী লাভলী (২৫) ও ছেলে হোসেন মোহাম্মদ আশিক (৮)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাচ্চু মিয়া আরো জানান, শনিবার ভোর পাঁচটার দিকে চুলা জ্বালানোর সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হন। চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, আকরামের ৯০ শতাংশ, স্ত্রীর ৬০ শতাংশ এবং ছেলে আশিকের ৫ শতাংশ পুড়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১