আপডেট : ৩০ November ২০১৮
জেরিন কলেজে পড়াশোনা করে। তার একটি পোষা কুকুর আছে। নাম জ্যাকি। বিকাল হলেই জ্যাকিকে নিয়ে এলাকা ঘুরে বেড়ায়। এমন সময় সিফাত ও তার বন্ধুরা হাঁটতে বের হয়। একদিন হঠাৎ করে জেরিনের হাত থেকে জ্যাকির গলার শিকল খুলে যায়। তখন জ্যাকি জেরিনকে ফেলে চলে যায়। জ্যাকি সিফাতের সামনে যায়। তখন সিফাতের বন্ধুরা ওকে একা রেখে চলে যায়। জেরিন জ্যাকি বলে দৌড়াতে থাকে পেছন পেছন। জ্যাকি সিফাতকে ভয় দেখায়। তখন জেরিন জ্যাকিকে ধরে ফেলে এবং সিফাতকে দুঃখিত বলে চলে যায়। বন্ধুরা এসে সিফাতকে ক্ষ্যাপায়। তখন সিফাত প্রতিজ্ঞা করে জ্যাকিকে শিক্ষা দেবে। সিফাতের বন্ধুরা জেরিনের বাসা খুঁজে বের করে। এরপর যতবার জ্যাকিকে শিক্ষা দিতে যায় ততবার ফেল করে। সিফাত যতবার ওদের বুদ্ধি দেয় ততবার ওরা উল্টা সমস্যা করে। এভাবে তারা চেষ্টা করতে থাকে জ্যাকি আর জেরিনকে শিক্ষা দেওয়ার জন্য। এক পর্যায়ে সিফাত ও জেরিনের মধ্যে বন্ধুত্ব হয়। বন্ধুত্ব চলতে চলতে সিফাত জেরিনকে প্রেমের প্রস্তাব দেয়, তখন জেরিন বলে জ্যাকি মারা গেছে। এতে আবারো সিফাত সমস্যায় পড়ে যায়। সিফাত ও জেরিনের মাঝে ওর বন্ধু রাব্বি জেরিনের বোনের প্রেমে পড়ে যায়। এমনি করে গল্প চলতে থাকে। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে একক নাটক ‘অজান্তে’। শরীফুল ইসলাম শামীমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফিউল চৌধুরী বাপ্পী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া, জাকি আহমেদ, সিনথিয়া ইয়াসমিন, শিল্পী সরকার অপু প্রমুখ। নাটকটি আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১