বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

মালাইকার পারিশ্রমিক আকাশছোঁয়া!

মালাইকা আরোরা খান


সম্প্রতি বিয়ের খবরে বেশ আলোচিত ছিলেন বলিউড আইটেম গার্ল মালাইকা আরোরা খান। শোনা যাচ্ছিল, অর্জুন কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। সে আলোচনা শেষ হতে না হতেই আবার নতুন আলোচনায় মালাইকা। এবারের আলোচনার বিষয় অবশ্য তার পারিশ্রমিক।

এমনটাই জানা গেছে ভারতীয় একাধিক গণমাধ্যমে সূত্রে। জানা গেছে, প্রতিবছরই থার্টি ফার্স্ট নাইটে আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে বিভিন্ন অনুষ্ঠান মাতান মালাইকা। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। ভারতের একটি শীর্ষ আয়োজক প্রতিষ্ঠান মালাইকাকে ২ কোটি রুপি প্রস্তাব করেছে। তাও আবার মাত্র ২০ মিনিটের পারফরম্যান্সের জন্য।

মালাইকার এই পারিশ্রমিকের খবর শুনে অবাক হয়েছেন অনেকেই। এদিকে, আয়োজকদের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি মালাইকার। এই আইটেম গার্ল ওইদিন শুধু একটি অনুষ্ঠানে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে আর সে কারণেই আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকিয়েছেন তিনি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভারতের একটি পাঁচতারা হোটেলে ২০ মিনিটে ৭টি গানে পারফরম্যান্স করবেন মালাইকা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১