বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

আসিফ তানহার ‘একটা গল্প ছিল’


ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’তে প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী আসিফ আকবরে নতুন গান ‘একটা গল্প ছিল’। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন মুহাম্মদ মিলন আর সঙ্গীতায়োজনে ছিলেন এমএমপি রনি। সৌমিত্র ঘোষ ইমনের ভিডিও পরিচালনায় গানে আসিফ আকবরের সঙ্গে মডেল হয়েছেন তানহা তাসনিয়া।

গানটি প্রসঙ্গে আসিফ বলেন, এটি একটি রোমান্টিক ঘরানার গান। গানটির ভিডিও দারুণ হয়েছে। আমার শ্রোতা-দর্শকরা আমার কাছে যে ধরনের গান আশা করেন এটি ঠিক সে ধরনের গান। স্নেহাশীষ, মিলন আর রনি দারুণ কাজ করেছে। আশা করছি গানটি আসিফিয়ানদের ভালো লাগবে।

আসিফ আকবরের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা সম্পর্কে তানহা তাসনিয়া বলেন, ‘খুব দারুণ অভিজ্ঞতা ছিল। পুরো টিম খুব আনন্দের সঙ্গে কাজটি শেষ করেছে। তবে আমাদের প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়েছে। আসিফ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। উনার সঙ্গে কাজ করতে গিয়ে একবারো মনে হয়নি, যে প্রথমবার কাজ করছি। খুব ভালো সাপোর্ট পেয়েছি। সবার প্রচেষ্টার ফলেই দারুণ একটি প্রজেক্ট হয়েছে। আমার বিশ্বাস দর্শক-শ্রোতারা নিরাশ হবেন না।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১