আপডেট : ২৯ November ২০১৮
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের। সেখানে তার সঙ্গে আছেন তার দুই ছেলে সোহেল আরমান ও সাজ্জাদ হোসেন দোদুল। মঙ্গলবার রাত আড়াইটায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে সরাসরি বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমজাদ হোসেনকে। তিনি জানান, হাসপাতালে আমজাদ হোসেনের সঙ্গে তার দুই সন্তান সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান রয়েছেন। গতকাল রাত থেকেই তার চিকিৎসা শুরু করেছেন বামরুনগ্রাদ হাসপাতালের চিকিৎসকরা। ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন আমজাদ হোসেন। পরে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার খরচ বাবদ ২০ লাখ টাকা এবং এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ২২ লাখ টাকা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১