বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

পাকিস্তান হাইকমিশনে চুরির মামলায় আটক ছয়

পাকিস্তান হাইকমিশনে চুরির মামলায় আটক ছয় সংগৃহীত ছবি


রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশন কার্যালয়ে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে গুলশান থানার পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, হাইকমিশনে চুরির অভিযোগে মোস্তফা (৩৫), দুলাল মিয়া (৩৪), সজল ওরফে কালু (২২), জাহাঙ্গীর আলম (৪৫), নিমাই বাবু (৪২), সেকুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে ৩টি সিপিউ, ২টি ইউপিএস, ১টি মনিটর এবং চুরির কাজে ব্যবহূত ভ্যান গাড়ি রয়েছে।

ডিসি মোস্তাক আহমেদ আরো জানান, গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) গুলশান থানাধীন পাকিস্তান হাইকমিশনে চুরির ঘটনা ঘটেছিল। এরপর ২৫ নভেম্বর পাকিস্তান হাইকমিশন অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গুলশান থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগপত্রে কমিশনের পক্ষ থেকে বলা হয় অজ্ঞাতনামা চোররা হাইকমিশনের দেয়ালে লাগানো এসি খুলে অফিসের ভেতরে প্রবেশ করে ৩টি কম্পিউটার সিপিইউ, ৪টি ইউপিএস, ১টি এসিসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শনে যায়। এরপর সেখানকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দেখা যায় প্রথমে একজন একটি এসি বের করে ভ্যান গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে এবং আরো দুজন তিনটি সিপিইউ বের করে একটি সিএনজিতে করে নিয়ে যাচ্ছে।

ডিসি মোস্তাক বলেন, তদন্ত করতে গিয়ে আমরা গুলশান-বনানী এলাকার প্রায় ১ হাজার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করি। ফুটেজ থেকেই আমরা একজনের চেহারা শনাক্ত করতে পারি। তারপর সেই ছবিটি এলাকার সুইপারদের দেখালে তারা একে কালু বলে চিহ্নিত করে। কালুর বাসায় গিয়ে তাকে আটক করলে ঘটনার রহস্য উদঘাটন হয়।

কালু এলাকায় বোতল কুড়াত। পাকিস্তান হাইকমিশনের পেছনে বোতল কুড়াতে গিয়ে ভাঙা দেয়াল দেখে সে চুরির পরিকল্পনা করে। তারপর ওইদিন সন্ধ্যায় মোস্তফা ও দুলালের সহায়তায় প্রথমে এসি চুরি করে। তারপর ভবনের ভেতরে গিয়ে সিপিইউ ও ইউপিএসগুলো চুরি করে পালিয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১