আপডেট : ২৮ November ২০১৮
শোবিজের প্রিয়মুখ অভিনেত্রী দীপা খন্দকার। জনপ্রিয় এ অভিনেত্রীর জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে আজ সারা দিন বাসায় থাকবেন দীপা। সময় কাটাবেন পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে। এ ছাড়া আজ সকাল ১০টা ৪০ মিনিটে আরটিভির সরাসরি অনুষ্ঠান ‘তারকালাপ’-এ অংশ নেবেন তিনি। জন্মদিন প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘জন্মদিনে সাধারণত আমি শুটিং রাখি না। পুরোটা সময় পরিবারের সঙ্গে থাকতে ভালো লাগে। আমার স্বামী শাহেদ আলী, ছেলে আদ্রিক ও মেয়ে আরোহীর সঙ্গেই সময় কাটাতে বেশি ভালো লাগে। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন।’ এদিকে বছরের শেষ সময়ে এসে কাজের ব্যস্ততা খুব বেড়ে গেছে দর্শকনন্দিত অভিনেত্রী দীপা খন্দকারের। নতুন তিনটি বিজ্ঞাপনের কাজ করার পাশাপাশি নতুন পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। সর্বশেষ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন গত বছর আগস্টে। সম্প্রতি তিনটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন এ অভিনেত্রী। ‘ভিম লিকুইড’, ‘গাজী ডোরস’ এবং ‘অ্যারোমা বিস্কুট’-এর বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। দীপা খন্দকার জানান, শিগগিরই বিজ্ঞাপনগুলো প্রচারে আসবে। নতুন পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন দীপা খন্দকার। তার মধ্যে গোলাম সোহরাব দোদুলের ‘সত্য মন্ত্র’ এবং মীর সাব্বিরের ‘মালেক হতে সাবধান’ নাটক দুটি প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে। প্রচারের অপেক্ষায় রয়েছে সাগর জাহানের রচনায় ও আকাশ-রতন পরিচালিত ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’, মিজানুর রহমান লাবুর ‘প্রিয় পরিবার’ এবং ইসমত আরা শান্তির ‘হাজাররকম ভালোবাসা’ নাটকগুলো। বিজয় দিবস উপলক্ষে ‘অপেক্ষা’ শিরোনামের বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন দীপা খন্দকার। নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১