বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৮

আবারো মনোনয়ন পেলেন শামসুল হক টুকু

বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এম.পি ছবি : বাংলাদেশের খবর



সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনা-১(বেড়া-সাঁথিয়া) আসনে আওয়ামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এম.পি।

আজ রবিবার আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত করেছেন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশ্চিত হওয়ায় বেড়া-সাঁথিয়ায় শুরু হয়েছে এ্যাড.শামসুল হক টুকু সমর্থকদের আনন্দ উল্লাস। আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সকল পর্যায়ের নেতা-কর্মীরা আনন্দ উল্লাসে মিষ্টি বিতরন এবং মোটর সাইকেল নিয়ে বেড়া-সাঁথিয়ার বিভিন্ন স্থানে জয়বাংলা ও এ্যাড.শামসুল হক টুকু নামে শ্লোগান দিচ্ছেন।

বেড়া পৌর আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক আব্দুর রশিদ দুলাল জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মনোয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়েছে। মনোয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পর পাবনা-১(বেড়া-সাঁথিয়া) আসনে আওয়ামী সকল পর্যায়ের নেতা-কর্মীরা উল্লাস প্রকাশ করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১