আপডেট : ২৫ November ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমজমাট ভোটের মাঠ। রেকর্ডসংখ্যক মনোনয়নপত্র বিক্রির এ নির্বাচনে এবার অংশ নিতে চান বেশ কয়েকজন শোবিজ কর্মী। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে প্রায় ১৫ জন মনোনয়নপত্র কিনেছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক (গাজীপুর-৫), অভিনেত্রী রোকেয়া প্রাচী (ফেনী-৩), শমী কায়সার (ফেনী-৩), চলচ্চিত্রাভিনেতা মনোয়ার হোসেন ডিপজল (ঢাকা-১৪), অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি (ময়মনসিংহ-৩), চিত্রনায়ক শাকিল খান (বাগেরহাট-৩), মঞ্চাভিনেতা ও সংগঠক গোলাম কুদ্দুছ (নোয়াখালী-১)। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়নপত্র কিনেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন (নীলফামারী-৪), কনকচাঁপা (সিরাজগঞ্জ-১), মনির খান (ঝিনাইদহ-৩), চিত্রনায়ক হেলাল খান (সিলেট-৬), নির্মাতা সাইমন তারিক (কিশোরগঞ্জ-৬)। এর বাইরে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক ও প্রযোজক মাসুদ পারভেজ (বরিশাল-২) ও হিরো আলম (বগুড়া-৪)। এ ছাড়া আওয়ামী লীগ থেকে আরো কয়েকজন শোবিজ কর্মী মনোনয়ন কিনেছেন। তবে তারা ঠিক নির্বাচনের উদ্দেশ্যে মনোনয়নপত্র কিনেছেন বলে কেউ মনে করছেন না। দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণই তাদের মূল উদ্দেশ্য। তারা হলেন অভিনেতা সিদ্দিক, মডেল ও উপস্থাপিকা জেনিফার ফেরদৌস, গীতিকার সুজন হাজং ও কবি-নির্মাতা মাসুদ পথিক। খোঁজ নিয়ে জানা গেছে, মনোনয়নপত্র কিনলেও অনেককেই হতাশ হতে হচ্ছে। শমী কায়সার ও রোকেয়া প্রাচী একই আসন থেকে মনোনয়নপত্র কিনলেও তাদের কারোরই দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, আমি দলের হয়ে কাজ করতে চাই। নেত্রী যদি মনে করেন আমার নির্বাচন করার দরকার নেই, সেটা আমি মেনে নেব। যে-ই নির্বাচন করুক, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমি তার জন্য কাজ করব। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিরও মনোনয়ন পাওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। এ ক্ষেত্রে তিনিও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রাখছেন। জ্যোতি বলেন, দল যাকেই মনোনয়ন দিক, আমি নৌকার সঙ্গেই থাকব। আমাকে নিয়ে যে আওয়াজটা তৈরি হয়েছে সেটা ধরে রাখতে চাই। এলাকার উন্নয়নেও নিজেকে শামিল করতে চাই। চিত্রনায়ক ফারুকের দলীয় মনোনয়ন একপ্রকার নিশ্চিত। গাজীপুর-৫ থেকে মনোনয়নপত্র কিনলেও দল তাকে ঢাকা-১৭ আসনে নির্বাচনের জন্য সবুজ সঙ্কেত দিয়েছে। এ প্রসঙ্গে ফারুক বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তার ডাকেই একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এবার বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চাই। আমি গাজীপুর-৫ থেকে মনোনয়নপত্র কিনেছি। আপা (শেখ হাসিনা) আমাকে যেখানেই নির্বাচন করতে বলবেন, সেটাতেই আমি প্রস্তুত। ফিফটি-ফিফটি চান্সের মধ্যে আছেন চিত্রনায়ক শাকিল খান, নাট্য সংগঠক গোলাম কুদ্দুছ ও চিত্রাভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। খোঁজ নিয়ে জানা গেছে, এই তিনজনের ব্যাপারে এখনো দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে মনোনয়নপ্রার্থীদের যে ছোট তালিকা করা হয়েছে, তার মধ্যে তাদের নাম রয়েছে। এই তিন মনোনয়নপ্রার্থীও জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে তারা যাবেন না। দল যাকে যেভাবে নির্বাচনের সুযোগ দেবে, তারা সেটাই মেনে নেবেন। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী শোবিজ তারকাদের মধ্যে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা ও মনির খান দলীয় মনোনয়ন পাচ্ছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। কণ্ঠশিল্পী বেবী নাজনীন জানান, তিনি কয়েক বছর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন নির্বাচনে বিজয়ী হয়ে নির্বাচনী এলাকা এবং দেশের সেবা করতে চান। একই প্রসঙ্গে কনকচাঁপা বলেন, জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে আমার সম্পর্ক অনেক আগের। আমি দেশের সেবা করতে চাই। সে কারণেই মনোনয়নপত্র কিনেছি। নির্বাচিত হলে মানুষের পাশে থাকার চেষ্টা করব। মানুষের পাশে থাকার অঙ্গীকার করে মনির খান বলেন, আমি দীর্ঘদিন ধরেই আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের সুখ-দুঃখের খবর রাখছি। আমার মনে হয় নির্বাচিত হলে আমার এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার সুযোগ পাব। জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশীদের সবাই দলীয় মনোনয়ন পাচ্ছেন বলে জানা গেছে। ইতোমধ্যেই হিরো আলম দেশব্যাপী আলোড়ন তুলে ফেলেছেন তার বক্তব্যের মাধ্যমে। মাসুদ পারভেজও দলীয় মনোনয়ন নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১