আপডেট : ২৪ November ২০১৮
সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। পার্বতীপুর উপজেলায় যে উন্নয়ন হয়েছে তার সবই এখন দৃশ্যমান। গত ৫ বছরে এখানে এক হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। সেই সাথে দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। পার্বতীপুরের স্বার্থে এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রয়োজনে আবারও নৌকা মার্কায় সকলকে ভোট দেয়ার আহবান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, এবারের ভোট অন্যান্য বারের ন্যায় হবে না। তাই আওয়ামীলীগ, দলের সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সকল সংগঠনের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। সবার সাথে সৌহার্দ্য স¤প্রীতি বজায় রাখতে হবে। সব নির্বাচনী কেন্দ্রে দলীয় টিম গঠন করতে হবে। পাড়া-গ্রাম থেকে প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। কোনভাবে অবহেলা করা যাবে না। সরকার সারাদেশে উন্নয়ন করেছে, আমার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। একথা ভেবে গা ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। মন্ত্রী গতকাল শুক্রবার রাত ৮টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নে মন্ডলপাড়া গ্রামে এক সমাবেশে বক্তব্য রাখছিলেন। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আমজাদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সহসভাপতি অধ্যক্ষ নুরুল আমিন সরকার, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন কুমার বণিক, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ব্যাংকার তোছাদেক হোসেন, ব্যবসায়ী ইব্রাহিম খলিল ও জাহিদ হোসেন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১