বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৮

পাকিস্তানে চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলা

পুলিশসহ নিহত ৭

পাকিস্তানে চীনা কনস্যুলেটে হামলা ছবি : ইন্টারনেট


পাকিস্তানের করাচিতে চীনা কনস্যুলেটে একটি সন্ত্রাসী হামলা রুখে দিয়েছে নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় সন্ত্রাসী ও নিরাপত্তারক্ষীদের মধ্যকার গোলাগুলিতে দুই পুলিশ সদস্য, তিন হামলাকারী ও দুই বেসামরিক ব্যক্তিসহ সাতজন নিহত হয়েছেন বলে ডনের খবরে বলা হয়েছে। তবে বিদেশি সংবাদমাধ্যমগুলোতে পাঁচজন নিহত হওয়ার কথা বলা হয়েছে।

গত শুক্রবার সকালের এই হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তবে কনস্যুলেটের কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী ইতোমধ্যে হামলার দায়ও স্বীকার করেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরটির ক্লিফটন এলাকার কাছে বন্দুকধারীরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।

স্থানীয় পুলিশ প্রধান মোহাম্মদ আশফাকের বরাতে ডনের খবরে বলা হয়েছে, ওই সময় কয়েক বন্দুকধারী কনস্যুলেটের মূল প্রবেশ গেটে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য নিহত হন।

আশফাকের দাবি, ‘রেড জোন’ হওয়ায় ক্লিফটন এলাকাটি আগে থেকেই সুরক্ষিত ছিল। গোলাগুলির খবর পাওয়ার পর সেখানে আরো পুলিশ ও সৈন্য পাঠানো হয়।

এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হলে হামলাকরী তিন বন্দুকধারীও নিহত হয় বলে নিশ্চিত করেছে সিন্ধু পুলিশ ও সেনাবাহিনীর গণমাধ্যম উইং।

ডনের খবরে বলা হয়েছে, নিহত দুই পুলিশ সদস্য হচ্ছেন সহকারী পুলিশ পরিদর্শক আশরাফ দাউদ এবং কনস্টেবল আমির আলী। এ ছাড়া জহির শাহ নামের এক বেসামরিক ব্যক্তি ও তার ছেলে আবদুল করিম এই ঘটনার নিহত হয়েছেন।

দেশটির পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. আমির আহমাদ শেখ জানান, কাছাকাছি এলাকায় গাড়ি পার্ক করে তিন বন্দুকধারী চীনা কনস্যুলেটের দিকে যেতে যেতে হামলা শুরু করে। পরিস্থিতি আঁচ করতে পেরে তাৎক্ষণিকভাবে কনস্যুলেটের ফটক বন্ধ করে দেওয়া হয় ও কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। কর্মকর্তারা নিরাপদে আছেন।

পাকিস্তান প্রতিবেশী চীন দেশটির ঘনিষ্ঠ সহযোগী এবং বন্ধুরাষ্ট্র। পাকিস্তানের অবকাঠামো প্রকল্পগুলোতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে চীন। বন্ধুরাষ্ট্রের কনস্যুলেটে এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মাদ কোরেশি। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১