আপডেট : ২৩ November ২০১৮
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রুহুলী গ্রামের আরশেদ আলীর (২৮) স্ত্রী শারমীন (২৬) এর রহস্যজনক মৃত্যূ হয়েছে। সরজমিনে জানা যায়, কালিয়াকৈর নিবাসী শারমীন এর সঙ্গে দশ বছর আগে রুহুলী গ্রামের রূপচান আলীর ছেলে আরশেদ আলীর সঙ্গে বিয়ে হয়। গত এক বছর আগে আরশেদ আলী কাতার গমন করেন। ৭ দিন আগে কাতার থেকে দেশে আসার পর থেকেই স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই ছিল। এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার রাতেও দু’জনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। শুক্রবার সকালে আরশেদ আলী প্রতিবেশীদের জানান রাতে শারমীন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আরশেদ আলী ব্যতীত কেউ তাকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেনি। শারমীনের ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। হত্যা না আত্মহত্যা প্রাথমিক তদন্তের পর মামলা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১