বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০১৮

সাটুরিয়ায় স্কুল ছাত্রের বিরুদ্ধে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

মানচিত্রে মানিকগঞ্জ সংগৃহীত ছবি


মানিকগঞ্জের সাটুরিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে  মোঃ শিপন হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত স্কুল ছাত্র মোঃ শিপন হোসেন উত্তর ছনকা এলাকা মোঃ সিরাজুল ইসলামের পুত্র। সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের উত্তর ছনকা এলাকায় গত শনিবার শিশুকে ধর্ষনের ঘটনা ঘটে। কিন্তু বিষয়টি বুধবার সন্ধ্যায় জানাজানি হয়। নির্যাতনের শিকার ওই শিশুর দাদা জানায়, এলকার স্থানীয় মাতাব্বরেরা স্থানীয়ভাবে মিমাংসা করে দেওয়ার কথা বলে মামলা করতে নিষেধ করায় সে থানায় অভিযোগ করেনি। এ বিষয়ে সরজমিনে অভিযুক্ত শিপনের বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছে ঘটনা জানাজানি হওয়ার পর থেকে শিপন পলাতক রয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে শিশুটির খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১