আপডেট : ২৩ November ২০১৮
টেকনাফে সাতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড গড়লেন ভারতীয় বাঙ্গালী নারী তাহরিনা নাসরিন। আজ শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে শাহপরীর দ্বীপ জেটিঘাট হতে তাহরিনা নাসরিন সাতার শুরু করেন। এক্সট্রিম বাংলা, এভারেস্ট একাডেমি ও ষড়জ অ্যাডভেঞ্চারের উদ্যোগে এই বাংলা চ্যানেল পাড়িতে ছিলেন এভারেস্ট একাডেমির সাতার পরিচালনাকারী দলের হেলদি হোমের ডা. মহসীন কবির লিমন, লাইফগার্ড হিসেবে সিআইপিআরবি’র সি-সেইফ সুইমিং প্রোগ্রামের লাইফ গার্ড কামাল হোসেন, রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন তোফাজ্জল হোসেন বাচ্চু এবং নেভিগেটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন রাফাহ্ উদ্দিন সিরাজী। তিনি বিরামহীন ৩ ঘন্টা ৯মিনিট ৫৮ সেকেন্ড সাতার কেটে দুপুর ১২টা ৪৪ মিনিট ৫৮ সেকেন্ডে সেন্টমার্টিন জেটি ঘাটে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেন। এ সময় উপস্থিত পর্যটক ও স্থানীয়রা করতালীর মাধ্যমে তাকে অভিনন্দন জানান। বাংলা চ্যানেল পাড়ি দিতে তাহরিনা নাসরিন গত ১৯ নভেম্বর বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। গত ২১ ও ২২ নভেম্বর সেন্টমার্টিনে অনুশীলন করেন এই ভারতীয় নারী সাঁতারু। বাংলা চ্যানেল সাতারে এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল সাইফুল ইসলাম রাসেলের ৩ ঘন্টা ৮ মিনিট ৭ সেকেন্ড। মেয়েদের মধ্যে নতুন রেকর্ড গড়লেন তাহরিনা। এর আগে মেয়েদের রেকর্ডটি ছিলো ভারতের রিতু কেডিয়া’র। তিনি বাংলা চ্যানেল পাড়ি দিতে সময় নিয়েছিলেন ৩ ঘন্টা ৪০ মিনিট। এর আগে তাহরিনা নাসরিন প্রথম মুসলিম নারী হিসেবে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর ১২ ঘন্টা ৩৮ মিনিট সময় নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেন, যা কিনা ভারতীয় সাঁতারুদের মধ্যে দ্রুততম। তিনি প্রথম ভারতীয় বাঙালি নারী সাঁতারু হিসেবে বাংলা চ্যনেলে এই রেকর্ড গড়তে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ২৪ বছর বয়সী তাহরিনা প্রথম নারী সাঁতারু হিসাবে বাংলা চ্যানেল ডাবল ক্রস করার ইচ্ছাও ব্যক্ত করেন এ সময়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১