আপডেট : ২৩ November ২০১৮
কুড়িগ্রামের সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম এলজিইডি’র তোজাম্মেল হক (৪৭) নামে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো ২ জন। নিহতের বাড়ী বগুড়া জেলার শিবগঞ্জে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ২২ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম থেকে নাগেশ্বরীগামী একটি দুরপাল্লার বাস ধরলা সেতুর পূর্ব প্রান্তে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে তোজাম্মেল হক রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক আউয়াল ও অপর যাত্রী আশরাফুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় । কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জা মোঃ মাহফুজার রহমান জানান, নিহতের মরদেহ রাত ৯টায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১