আপডেট : ২৩ November ২০১৮
নারায়ণগঞ্জ শহরের খানপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ইতালি থেকে আমদানী করা বিপুল সংখ্যক পাইপ, হাইড্রোলিক মেশিন ও কেমিক্যাল। পাইপের মূল্যই অন্তত ১৫ কোটি টাকা জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ শুক্রবার দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা সময়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করছিল ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। জানা গেছে, বেলা সাড়ে ১১টায় শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র জেটির সামনের মাঠে থাকা প্লাস্টিকের পাইপে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি গুদাম ঘরের মাঝে ছিল এসব পাইপ। এসব প্লাস্টিকের পাইপ নির্মাণাধীন পদ্মা সেতুর ড্রেজিংসহ বিভিন্ন নদীতে বহুমুখী কাজে ব্যবহৃত হতো। প্লাস্টিকের কারণে দ্রুত আগুন ছড়াতে থাকে। এর মধ্যে মাঠের সঙ্গে থাকা গুদাম ঘরেও আগুন ছড়ায়। ওই সব গুদাম ঘরে মূলত জাহাজের হাইড্রোলিক ও টায়ার ছিল। এছাড়া গুদাম ঘরে সেখানে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত বাড়তে থাকে। আগুনের লেলিহান শিখা ৭০ থেকে ১০০ ফুট উপরে উঠে যায়। কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। নায়ারণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ‘গুদামের বাইরে রাখা ড্রেজিং পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা গুদামে ছড়িয়ে পড়ে। গুদামের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে’। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন মন্ডল জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজীর ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিকেল সাড়ে ৩টায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের ড্রেজারের প্রায় ৪৮ হাজার ফিট প্লাস্টিকের পাইপ রয়েছে। এগুলো মূলত ইতালি থেকে আমদানী করা। এগুলোর মূল্য প্রায় ১৫ কোটি টাকা। সেখানে হঠাৎ আগুন লেগে যায়। আর প্লাস্টিকের পাইপ থাকায় দ্রুত ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। বেশীরভাগ পাইপ পুড়ে গেছে। এ ব্যাপারে কত ক্ষয়ক্ষতি সেটা পরে জানানো হবে’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১