বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০১৮

টাঙ্গাইলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত


টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।  এ দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ নাথ বিশ্বাস এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

ইউএনও বলেন, ২২-২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর মহড়া ছিল। শুক্রবার বিকালে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই উইং কমান্ডার আরিফের মৃত্যু হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন দুর্ঘটনা এবং একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১