বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০১৮

অনলাইনে ওয়ালটন পণ্য ক্রয়ে ডিসকাউন্ট


দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের ‘ই-প্লাজা’ থেকে অনলাইনে অর্ডার দিলেই সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, ফ্রি হোম ডেলিভারি এবং ইএমআই সুবিধায় কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন সূত্রে জানা গেছে, অনলাইন ক্রেতাদের জন্য eplaza.waltonbd.com নামে আলাদা একটি ওয়েব পেজ ডেভেলপ করা হয়েছে। এই পেজ থেকে ক্রেতারা ঘরে বসে সহজেই ওয়ালটন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন। গ্রাহক কর্তৃক নির্বাচিত ওয়ালটন প্লাজার ১৫ কিলোমিটারের মধ্যে থাকছে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্রি হোম ডেলিভারির সুবিধা।

হোম ডেলিভারির ক্ষেত্রে ওয়ালটন ই-প্লাজা থেকে ৫ হাজার টাকা সমমূল্যের পণ্য কিনে ক্যাশ অন ডেলিভারি নেওয়া যাবে। আর তার বেশি হলে দেশে প্রচলিত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, বিকাশ, রকেট অথবা এম-ক্যাশের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।

প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম অঞ্চলের ১২টি প্লাজাকে ওয়ালটন ই-প্লাজা সেবার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত সব ওয়ালটন প্লাজা অনলাইন সেলস নেটওয়ার্কের আওতায় আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ওয়ালটন জানিয়েছে, অনলাইনের মাধ্যমে ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, মাউস, কিবোর্ড, পেনড্রাইভসহ সব ধরনের কম্পিউটার সামগ্রী কেনা যাবে। অনলাইনে ওয়ালটন কম্পিউটার পণ্য ক্রয়ে সর্বোচ্চ ৮ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে। কেরোন্ডা এবং ওয়াক্সজাম্বো সিরিজের গেমিং ল্যাপটপের ক্ষেত্রে ৮ শতাংশ, অন্যান্য সিরিজের কোরআই সেভেন ল্যাপটপে ৭ শতাংশ, কোরআই ফাইভ-এ ৬ শতাংশ এবং কোরআই থ্রি, কোয়াড কোর প্রসেসরযুক্ত ল্যাপটপে ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এ ছাড়া সব মডেলের ওয়ালটন ডেস্কটপ, মনিটর, মাউস, কিবোর্ড এবং পেনড্রাইভের ক্ষেত্রে অনলাইন ক্রয়ে ৫ শতাংশ এবং ওয়ালটন স্মার্টফোন ক্রয়ে ৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।

সব ওয়ালটন হ্যান্ডসেটে থাকছে ১ বছরের ওয়ারেন্টি। দেশে তৈরি হ্যান্ডসেটের ক্ষেত্রে এর সঙ্গে ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট এবং ১০১ দিনের প্রায়োরিটি সেবা মিলবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১