আপডেট : ২২ November ২০১৮
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ফেন্সিডিল ও ফেন্সিডিল তৈরীর উপকরণসহ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান মঈন উদ্দিনকে আটক করেছে র্যাব-৬। গতকাল বুধবার রাতে কালীগঞ্জ পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ পৌরসভা এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ইলিয়াছ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১১০ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিলের খালি বোতল, ১১ কেজি ৯০০ গ্রাম ফেন্সিডিল সাদৃশ্য তরল পদার্থ, ৪ কেজি ফেন্সিডিল তৈরীর উপকরণ, ২৫০ গ্রাম ফিটকিরিসহ মঈন উদ্দিনকে আটক করা হয়। আটককৃত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে। সে কালীগঞ্জে ওই বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিল। র্যাব আরও জানায়, সে এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে উক্ত স্থানে মাদকদ্রব্য ফেন্সিডিল তৈরী করে আসছে। তার নামে ঝিনাইদহ ও মহেশপুর থানায় মাদক সংশ্লিষ্ট দুইটি মামলা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১