বাংলাদেশের খবর

আপডেট : ২২ November ২০১৮

সখীপুরে কৃষকের আত্মহত্যা

সখীপুরে কৃষকের আত্মহত্যা প্রতীকী ছবি


সখীপুরে আবদুল লতিফ (৪৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চকপাড়া ছাগুইলাআটা এলাকায় এ ঘটনা ঘটে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আবদুল লতিফ কালিহাতি উপজেলার শরিষাআটা গ্রামের ইসমাইল ফারুকির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল লতিফ দীর্ঘদিন ধরে হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে এ নিয়ে তিনি হতাশ হয়ে কিছুটা মানসিক সমস্যায় ছিলেন। বৃহস্পতিবার ভোরে সবার অজান্তে তিনি সখীপুর উপজেলার চকপাড়া ছাগুইলা আটা এলাকায় একটি গাছের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বলেন, লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১