বাংলাদেশের খবর

আপডেট : ২২ November ২০১৮

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনা : আহত ২

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতীকী ছবি


রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক আহত হয়েছেন।

আজ বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন- মো. হৃদয় (২৭) ও লাবু (২৯)। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী জানায়, সে সময় হাতিরঝিল মহানগর প্রজেক্টসংলগ্ন ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন হৃদয় ও লাবু। দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে হৃদয় মোটরসাইকেল নিচে পড়ে যায়।

ওসি আবু মো. ফজলুল করিম জানান, আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আহত হৃদয় ও লাবু বংশালে একটি দোকানে চাকরি করেন। হৃদয় শরীয়তপুর জেলার আবদুর রশিদের ছেলে। তিনি যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় থাকেন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১