আপডেট : ২২ November ২০১৮
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন থেকে আকলিমা আক্তার(১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরআগে বুধবার বিকেলে হাসপাতালের চিকিৎসক মাহমুদা আক্তার শিরিনের বাসায় সে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। নিহত আকলিমা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিল কাকরাকান্দা গ্রামের জাহের আলীর মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, আকলিমা প্রায় দুই বছর ধরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার শিরিনের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল। বুধবার বিকালে সে বাথরুমে প্রবেশ করে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ডাক্তারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় খবর পেয়ে চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি সাইফুল ইসলাম ও থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে কৃষ্ণচুড়া নামের ৪র্থ তলা ভবনের ২য় তলার বাথরুমের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, ওই হাসপাতালের এক চিকিৎসকের সহকারীর সাথে আকলিমার প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের সূত্র ধরে কোন কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে। আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আত্মহত্যার পেছনে কি কারণ রয়েছে-তা তদন্ত করে দেখা হচ্ছে’।
এ বিষয়ে ডা. মাহমুদা আক্তার শিরিন জানান, আকলিমার প্রেমের বিষয়টি এখন বিভিন্ন জনের নিকট শুনতে পাচ্ছি। কিন্তু আমি নিশ্চিত নই। সে বাথরুম গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১