আপডেট : ২০ November ২০১৮
মাগুরায় সোমবার রাতে মাগুরা শালিখা উপজেলার তালখড়ি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের ৯৯ বস্তা চাল জব্দ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সুমী মজুমমদার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে চোরাইকৃত ৯৯ বস্তা চাল জব্দ করেন। এ সময় শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম, আড়পাড়া খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। উক্ত চালের ডিলার ছিলেন মাগুরা শালিখা উপজেলার ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডলের ছোট ছেলে সাব্বির হোসেন বিপ্লব। শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম জানান, নভেম্বর মাসের জন্য বরাদ্ধকৃত সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল হতদরিদ্রদের মাঝে বিক্রয় না করে চোরাই পথে বিক্রয়ের জন্য তালখড়ি বাজারের চাল ব্যবসায়ী মিনহাজ উদ্দিন মন্ডলের ছেলে রিপন মন্ডলের গুদাম ঘরে লুকিয়ে রাখা হয়। উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সুমী মজুমমদারের নেতৃত্বে তালখড়ি বাজারের রিপন মন্ডলের গুদাম ঘরে অভিযান চালিয়ে ৯৯ বস্তা চাল জব্দ করা হয়। এ ব্যাপারে শালিখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১