আপডেট : ২০ November ২০১৮
বাইরের কোনো জনসভা বা রোড শো নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের একেবারে দফতরে ঢুকে তাকে লক্ষ্য করে মরিচের গুড়ো ছুড়ে মারল এক বহিরাগত। তবে কেজরিওয়ালের কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। ঘটনার আকস্মিকতায় কিছুটা ঘাবড়ে গেলেও বিষয়টি সামলে নেন তিনি। আক্রমনকারীকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনাকে একটা বড় মাপের ষড়যন্ত্র বলে দাবি করেছে আম আদমি পার্টি (আপ)। আর সেই জন্য তারা কাঠগড়ায় তুলেছে দিল্লি পুলিশকে। আপ নেতাদের মতে, মুখ্যমন্ত্রীর ওপর যাতে এই ধরণের আক্রমন চালানো সহজ হয়, সেজন্য নিরাপত্তা ঢিলেঢালা করে রেখেছে কেন্দ্রীয় সরকারের অধীন দিল্লি পুলিশ। তবে ওই ব্যক্তি কীভাবে একেবারে মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত পৌঁছে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনাকে কেজরিওয়ালের 'নাটক' বলে কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের মতে, 'এই সব করে দিল্লির মুখ্যমন্ত্রী সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না।'
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১