বাংলাদেশের খবর

আপডেট : ২০ November ২০১৮

ফেক আইডি হতে সাবধান

মেহজাবিন চৌধুরী সংগৃহীত ছবি


ফেক আইডি এক বিড়ম্বনার নাম। সেটা যদি হয় কোনো সেলিব্রেটির, তাহলে বিড়ম্বনার মাত্রা আরো বেড়ে যায়। সেই বিড়ম্বনা সংশ্লিষ্ট সেলিব্রেটির জন্য যেমন, তার ভক্তদের জন্যও তেমন। তাই ফেক আইডি থেকে দূরে থাকার পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘মেহজাবীন চৌধুরী’ লিখে খোঁজ করলে অসংখ্য আইডি ও পেজ দেখা যায়। অনেক সময় এগুলো গুনে শেষ করা যায় না। মেহজাবিনের ফ্যান-ফলোয়ার্স যারা আছেন, তারা মাঝেমধ্যে এ নিয়ে বিভ্রান্তিতে পড়েন। কোনটা আসল আর কোনটা নকল বুঝে উঠতে পারেন না।

মেহজাবিন নিজেও এসব ভুয়া আইডি নিয়ে আছেন বিড়ম্বনায়। কারণ, তার নামে চালু এসব ভুয়া ফেসবুক থেকে অনেক সময় প্রতারণা করা হচ্ছে। সেগুলোর সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয় এই লাক্সতারকা। সেজন্য ভুয়া আইডি থেকে দূরে থাকার জন্য সাবধান করে দিলেন মেহজাবিন। তিনি জানান, দয়া করে ফেক আইডি থেকে সবাই সাবধান থাকবেন।

মেহজাবিন বলেন, ‘এই আইডি ব্যবহারকারীরা আমার নামে ফেক আইডি খুলে টাকা ও আর্থিক সাহায্য চাইছে। এদের থেকে সাবধান হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এমন মেসেজ পেলে আমাকে জানাবেন কিংবা রিপোর্ট করবেন।’

তিনি বলেন, ‘আমার একটি নিজস্ব ফেসবুক আইডি আছে যেটি ফেসবুক কর্তৃপক্ষ থেকে স্বীকৃত (ভেরিফায়েড)। ওই আইডির ফলোয়ার্স পাঁচ লাখ পঞ্চাশ হাজারের বেশি। এ ছাড়া একটি ফ্যান পেজ রয়েছে সেখানে তিন লাখ পঁচাশি হাজারের মতো। শুধু এই দুটো আমি নিয়ন্ত্রণ করি। এ ছাড়া ফেসবুকে বাকি যত আইডি রয়েছে সবগুলোই ভুয়া। ওইসব ভুয়া আইডি ও পেজের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১