আপডেট : ২০ November ২০১৮
চিত্রশিল্পী নার্গিস পারভিন সোমা ভারতের সম্মানজনক ‘অগ্নিপথ বর্ষসেরা অ্যাওয়ার্ড’ পুরস্কার লাভ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ের মুকুটে আরো একটি পালক লাগল রাজশাহী আর্ট কলেজের এই শিক্ষকের মাথায়। শনিবার নয়া দিল্লির গান্ধী পিস মিলনায়তনে ‘ষড়ং আর্ট গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা এআইএফসিএসের চেয়ারম্যান পদ্ম ভূষণ শ্রী রাম ভি সুতার সোমার হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন। নারী জীবনকে ঘিরে আঁকা ‘ওমেন লাইফ-১৫’ ছবির জন্য এই পুরস্কার অর্জন করেন তিনি। দ্বিতীয় বর্ষসেরা পুরস্কার অর্জন করেন ভারতের ভোপালের সোয়াতি জায়ান ও তৃতীয়টি অর্জন করেন চন্দিগড়ের ভারত বেদি। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ভিজেনদার শর্মা, দিল্লি মহানগর ম্যাজিস্ট্রেট ও পি সাপরা, বলিউড অভিনেতা ও পরিচালক দিনেশ মোহনসহ অনেকে। নার্গিস পারভিন সোমা অ্যাওয়ার্ড গ্রহণের পর প্রতিক্রিয়ায় বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, পুরো বাংলাদেশের। আগামীতে নারীর জীবন সংগ্রামের আরো ভালো ছবি এঁকে যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি, সেই প্রয়াস থাকবে। কেবল ক্রীড়াঙ্গন নয়, চিত্রশিল্পীদের আঁকা ছবি দিয়েও যেন বাংলাদেশকে গোটা বিশ্ব চিনতে পারে সেই প্রত্যাশা করেন সোমা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১