আপডেট : ১৯ November ২০১৮
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাগ বানিয়াজুরী শ্বশান ঘাট এলাকার একটি ফাঁকা ভিটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, বেলা ১১টার দিকে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, কে বা কারা অন্যস্থান থেকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহটি ফেলে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত ওই যুবকের বাম চোখ তুলে ফেলেছে হত্যাকারীরা। নিহতের পরিচয় জানাসহ অজ্ঞাত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। প্রাথমিক ধারনা করা হচ্ছে যুবকটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১