আপডেট : ১৯ November ২০১৮
লক্ষ্মীপুরে দুই নারীসহ চার অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব। পাশাপাশি নোয়াখালী থেকে অপহৃত কৃষি কর্মকর্তাকেও উদ্ধার করেছে তারা। সোমবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে অপহরণকারী শরিফুল ইসলাম, সেলিম,পলি ও পপিসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতি থেকে ১০০ গজ সামনে নাজমুল হাসানের পাচঁ তলা বিল্ডিং থেকে নোয়াখালী থেকে অপহৃত উপ-সহকারি কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে উদ্ধার করা হয়। জব্ধ করা হয় অপহরণকারীদের ব্যবহৃত ৫টি মোবাইল ও নগদ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বাড়ী লক্ষ্মীপুর পৌরশহর ও নোয়াখালী জেলায় সোমবার বিকেল ৩ টায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম সংলগ্ন র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় লক্ষ্মীপুর ক্যাম্প। সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মো.মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই চক্রটি বিভিন্ন লোকজনকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। রোববার বিকালে নোয়াখালী সদর উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তাকে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল। ভিকটিমের পরিবারের অভিযোগ পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাদের টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১