বাংলাদেশের খবর

আপডেট : ১৮ November ২০১৮

লাভ গুরু সজল


এবার লাভ গুরুর চরিত্রে অভিনয় করবেন শোবিজের পরিচিত অভিনেতা আবদুন নূর সজল। ‘আজকের দেবদাস’ শিরোনামের একটি টেলিফিল্মে এ চরিত্রে দেখা যাবে তাকে। আহসান হাবিব সকালের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আজাদ আল মামুন।

গল্পে দেখা যাবে, লাভ গুরুর অফিসে একদিন একটি মেয়ে আসে। যদিও মেয়েদের ভেতরে প্রবেশ নিষেধ। তবুও সে অনুরোধ করে ভেতরে অভ্যর্থনা কক্ষ পর্যন্ত আসে। লাভ গুরুর সহকারীরা মেয়েটিকে জানায় যে, লাভ গুরু কোনো মেয়ের মুখোমুখি হবেন না, এটা তার প্রতিজ্ঞা। সে কারণেই এ অফিসে মেয়েদের প্রবেশ নিষেধ। কিন্তু মেয়েটি নাছোড়বান্দা। বাধ্য হয়ে লাভ গুরু তার সহকারীকে নির্দেশ দেন, মেয়েটির যে সমস্যা তা একটি কাগজে লিখে রাখার জন্য। মেয়েটি তার সমস্যা লিখে চলে যায়। দুদিন পর পত্রিকা পড়তে গিয়ে মেয়েটির রেখে যাওয়া কাগজটি লাভ গুরুর চোখে পড়ে। তারপর মেয়েটিকে সবাই পাগলের মতো খুঁজতে থাকে। কিন্তু কোথাও দেখা মেলে না।

টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, মিলন ভট্টাচার্য, নূর এ আলম নয়ন, অনুভব মাহবুব, মীর শহীদ, সাঈদ হীরা, আবদুর রহমান, আবুল হোসেন প্রমুখ। শিগগির একটি বেসরকারি টেলিভিশনে টেলিফিল্মটি প্রচার হওয়ার কথা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১