আপডেট : ১৮ November ২০১৮
বৈশাখী টিভির নিয়মিত আয়োজন ‘প্রিয় শিল্পীর সেরা গান’। অনুষ্ঠানটির আজকের পর্বে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী কণা। রবিউল হাসান সুজন প্রযোজিত এ অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৮টায়। সুজন মনে করেন- গুণী ও জনপ্রিয় এই শিল্পীর গান কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের মোহময় আবেশে আছন্ন করবে, এতে কোনো সন্দেহ নেই। অনুষ্ঠানে কণা গাইবেন ভেজে বরষায়, রিমঝিম রিমঝিম বৃষ্টি, ধিন তানানা বাজে ধিন তানানা, ওরে শ্যাম, দিল দিল দিলসহ বিভিন্ন গান। অনুষ্ঠানটিতে অংশ নেওয়া প্রসঙ্গে কণা বলেন, সত্যিই খুব ভালো লাগছে। আশা করি, গানগুলো বৈশাখী টিভির দর্শকদেরও অনেক ভালো লাগবে। নিজের গান পর্দায় দেখার সুযোগ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, নিজের গাওয়া গানগুলো টিভি পর্দায় সব সময় দেখার চেষ্টা করি। কারণ, তা দেখে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়া যায়। পরবর্তী সময়ে সে ভুলগুলো যাতে না হয় সে ব্যাপারে সব সময় সচেতন থাকি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১