আপডেট : ১৭ November ২০১৮
অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি এবার অনলাইনের পাশাপাশি অফলাইনেও ব্যবহার করা যাবে। এ সম্পর্কিত একটি পেটেন্ট আবেদন সম্প্রতি মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে জমা দিয়েছে অ্যাপল। ‘অফলাইন পারসোনাল অ্যাসিস্ট্যান্ট’ শীর্ষক এ পেটেন্ট আবেদনেই অফলাইনে সিরির ব্যবহারের কথা বলা হয়েছে। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালে মে মাসে এ পেটেন্ট আবেদন জমা দিয়েছে অ্যাপল। বর্তমানে সিরি ব্যবহারের জন্য ইন্টারনেট প্রয়োজন হয়। একজন ব্যবহারকারী সিরিকে কোনো কমান্ড দিলে সেটি প্রথমে অ্যাপলের সার্ভারে যায়। সেখানে কমান্ডটিকে টেক্সটে রূপান্তর করা হয় এবং প্রতিউত্তর পাঠানো হয় ব্যবহারকারীর ডিভাইসে। ইন্টারনেট ভিত্তিক হওয়ায় ফিচারটি এখন অফলাইনে ব্যবহার করা যায় না। এ পেটেন্ট অনুমোদন পেলে সিরির পুরো কার্যক্রম ডিভাইস ভিত্তিক হবে। ব্যবহারকারীর কমান্ড ডিভাইসেই প্রসেস করা হবে, এর জন্য দূরবর্তী অ্যাপল সার্ভারের প্রয়োজন পড়বে না। বর্তমানে অ্যাপল কিছু ডিভাইসে ‘এ সিরিজ’ প্রসেসর ব্যবহার করছে। এ প্রসেসরগুলোয় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশেষ ইঞ্জিন। ফেস আইডি অথেনটিকেশন এবং ফটোগ্রাফি সম্পর্কিত কিছু কাজ এ ইঞ্জিনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১