আপডেট : ১৬ November ২০১৮
এনটিভিতে আজ দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘এক মুঠো রোদ্দুর’। কাজী শাহিদুল ইসলামের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নূসরাত ইমরোজ তিশা, ইমন, লায়লা হাসান, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, ফারিন প্রমুখ। গল্পে দেখা যাবে, আজ থেকে চার বছর আগে রাফি আর শ্রুতির পরিচয় হয় ফেসবুকে। তারপর থেকেই দু’জনের বন্ধুত্ব। একদিন শ্রুতি রাফিকে তার পছন্দের কথা বলেই ফেলে। রাফি অবাক হয়ে যায়। কারণ রাফি ভালোবাসে তানিয়াকে। তানিয়ার অনুরোধেই রাফি এতদিন এই কথা কাউকে বলেনি। শ্রুতি খুবই কষ্ট পায়। মা-বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এই খবর শুনে রাফিও খুব খুশি হয়। কিন্তু বাগদানের দিন সড়ক দুর্ঘটনায় সেই ছেলে মারা যায়!
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১