আপডেট : ১৬ November ২০১৮
গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়ার জেলারপাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে ও মরিচের গুঁড়া ছিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের ছোট ভাইকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। নিহত ব্যক্তি মো. শহিদুল ইসলাম (৪৫) ও আহত আবদুর রশিদ (৩৮) স্থানীয় জয়নাল শিকদারের ছেলে। পুরনো শত্রুতার জেরে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। নিহতের ছেলে সুজন আল মামুন জানান, সরকারি জমি থেকে গাছ কাটাকে কেন্দ্র করে এক বছর আগে স্থানীয় আক্তার হোসেন গংয়ের সঙ্গে শহিদুল ইসলাম ও রশিদদের মারামারি হয়। এই নিয়ে দুই পরিবারের মধ্যে শত্রুতা চলতে থাকে। যা পরবর্তী সময়ে আদালত পর্যন্ত গড়ায়। আ. রশিদ গতকাল বেলা ১১টার দিকে জোলারপাড় বাজার থেকে বাড়ি ফেরার পথে নাগপাড়া এলাকায় প্রতিপক্ষ আক্তার হোসেন সহযোগীদের নিয়ে তাকে কোপায়। পারিবারিক সূত্রে জানা যায়, রশিদকে উদ্ধার করে তার বড় ভাই শহিদুল হাসপাতালে নেওয়ার সময় প্রতিপক্ষের লোকেরা দুই ভাইয়ের চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে পুনরায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। এক পর্যায়ে মারা গেছে ভেবে তারা আহতদের ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে শহিদুল ইসলাম মারা যান। গুরুতর আহত আ. রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে শহিদুল ইসলাম নামে একজনকে হত্যা করেছে বলে জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১