আপডেট : ১৪ November ২০১৮
ইতালিতে শুরু হয়েছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিয়ের অনুষ্ঠান। কোঙ্কনি প্রথায় ফুলমুদ্দি হয়ে গেল এই জুটির। কিন্তু, ‘ফুলমুদ্দি’ ঠিক কী? ঐতিহ্যবাহী কোঙ্কনি প্রথায় এই অনুষ্ঠানে পাত্রীর বাবা পাত্রের বাবা-মাকে আমন্ত্রণ জানান। দীপিকার বাবা এদিন রণবীরের হাতে একটি নারকেল দেন। তার পর আনুষ্ঠানিকভাবে তার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান। ঠিক এর পরই প্রথা মেনে আংটি বদল করলেন দীপিকা-রণবীর। দুই পরিবারের সদস্যরা শুভেচ্ছা জানান তাঁদের। গত শনিবার পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে ইতালি গিয়েছেন এই জুটি। সঙ্গে গিয়েছেন ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্টরা। তাদের হাতেই বিমানবন্দরে সব্যসাচী কালেকশনের ব্যাগ দেখা গিয়েছে। অর্থাত্ সব্যসাচীর ডিজাইন করা পোশাক বেছে নিয়েছেন দীপিকা। বলিউড সূত্রের খবর, সুতোর কাজের ব্লাউজ সঙ্গে হালকা কাজের ব্রাইডাল শাড়ি বেছে নিতে পারেন দীপিকা। সঙ্গে মানানসই দক্ষিণী ডিজাইনের গয়না। আবার কোনো মহলের বলছে, সব্যসাচীর সিগনেচার ডিজাইনের লাল লেহেঙ্গাতেও বিয়ের দিন সাজতে পারেন তিনি। রণবীরের পরনে থাকতে পারে কাঞ্জিভরম শেরওয়ানি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১