বাংলাদেশের খবর

আপডেট : ১৩ November ২০১৮

গোয়ালন্দে চাঞ্চল্যকর মঞ্জু হত্যার আসামী গ্রেফতার

গ্রেফতারকৃত চাঞ্চল্যকর মঞ্জু হত্যার আসামীরা ছবি : বাংলাদেশের খবর


রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর মঞ্জু হত্যাকান্ডের ১৭ দিনের মধ্যে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানার ওসি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের নিকট এ হত্যার রহস্য প্রকাশ করেন।

থানা পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর ভাড়ায় যাত্রী পরিবহন করা মোটরসাইকেল চালক মঞ্জু শেখকে (২৮) হত্যা করে তার মোটরসাইকেলটি ছিনতাই করে চার খুনি। এ ঘটনায় পরদিন অজ্ঞাত দূর্বৃত্তদের আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে মঞ্জুর বাবা বাবলু শেখ। থানা পুলিশ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করে হত্যায় অংশ নেয়া চার খুনি ও মোটরসাইকেলের ক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে সরাসরি হত্যায় অংশ নেয় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আক্কাছ শেখের ছেলে কোবাদ শেখ (২০), সুলতান মৃধার ছেলে সাহাদত মৃধা (২৮), বিল্লাল মোল্লার ছেলে মনোয়ার হোসেন মনু (২২) ও বাতেন সরদারের ছেলে রিপন সরদার (২৬)। অপরজন ছিনতাইকৃত মোটরসাইকেলের ক্রেতা ফিরোজ বেপারীর ছেলে রুবেল বেপারী (২৮)।

ছিনতাই হওয়ার আগেই খুনিরা মঞ্জুর ডিসকভার মোটরসাইকেলটি মাত্র ১৫ হাজার টাকায় রুবেলের কাছে বিক্রি করে। এরপর পরিকল্পনা অনুযায়ী মঞ্জুকে হত্যা করে মোটরসাইকেলটি হস্তান্তর করে সেই টাকা ভাগ করে নেয় চার খুনি। মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় গ্রেফতারকৃতরা অকপটে হত্যার কথা স্বীকার করে খুনের বর্ণনা দেয়।

গ্রেফতারকৃতরা জানায়, মঞ্জুর মোটরসাইকেলটি ছিনতাইয়ে উদ্দেশ্যে গত ২৮ অক্টোবর দুপুরের পর থেকে মঞ্জুকে নিয়ে তার মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে। এরপর রাতে ইলিশ মাছ কেনার কথা বলে মঞ্জুর মোটরসাইকেল স্থানীয় আক্কাছ আলী হাইস্কুলের সামনে রেখে খুনিদের একজন সেখানে অপেক্ষা করে অপর ৩ জন তাকে নিয়ে নদীর পাড়ের দিকে চলে যায়। সেখানে মঞ্জুকে হত্যা করতে গেলে সে সবকিছুর বিনিময়ে তাকে প্রাণে না মারার জন্য তাদেরকে অনুরোধ করে। কিন্তু তারা ধারালো অস্ত্রদিয়ে তাকে কোপাতে থাকে। এক পর্যায়ে মঞ্জু প্রাণ বাঁচাতে দুইজনকে কামড়ে আহত করে। এরপর তারা মঞ্জুর মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে মোটরসাইকেলটি হস্তান্তর করে টাকা ভাগাভাগি করে নেয়।

নিহত মঞ্জুর ভাই আলমগীর শেখ বলেন, ‘জীবিকার জন্য বাকিতে যে মোটরসাইকেলটি কিনে আমার ভাই যাত্রী পরিবহন করে সংসার চালাতো, সেই মোটরসাইকেলের জন্য তার প্রাণ দিতে হলো। দ্রুত আমার ভাইয়ের হত্যা রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতার করায় আমি পুলিশকে ধন্যবাদ জানাই। আমার ভাইকে আর পাব না, কিন্তু খুনিদের ফাঁসি হলে একটু স্বান্তনা পাব’।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, ক্লুলেস একটি মামলা অধিকতর গুরুত্ব দিয়ে অনুসন্ধান করে দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রামের শীতাকুন্ডসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসামীদের গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১