বাংলাদেশের খবর

আপডেট : ১৩ November ২০১৮

চট্টগ্রামে চোরাই মোটর সাইকেলসহ আটক ৪


চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে একটি চোরাই মোটর সাইকেলসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাতে কোতোয়ালীর  লয়েল রোড়ের পিয়ারী হিলের গাড়ির গ্যারেজের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মো. সোহেল (২৪), মো. নজরুল ইসলাম (২৩), মো. রাসেল (২২) ও মো. রাশেদুল ইসলাম (১৫)।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটর সাইকেলসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ফটিকছড়ি থেকে তারা নিয়মিত মোটরসাইকেল চুরি করে শহরে নিয়ে আসে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১