আপডেট : ১৩ November ২০১৮
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পরে তাকে কারাগারের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ জসিম উদ্দিন (৪৭)। সে দেবিদ্বার উপজেলার সংচাইল দক্ষিণপাড়া বজুদ্দীর বাড়ির মৃত জুলফু মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই বাবুল হোসেন, এসআই আব্দুল কুদ্দুছ, এএসআই গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সোমবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া দক্ষিণপাড়া তামজিদ হোটেলের সামনে দিয়ে ব্যাটারী চালিত একটি রিক্সা যাবার সময় তার গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা মোঃ জসিম উদ্দিনের এর দেহ তল্লাশী করে ১০টি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১